সন্দেশখালি সংক্রান্ত মামলায় যুক্ত হতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান। ED আধিকারিকদের উপর হামলার পরিপ্রেক্ষিতে যে মামলা দায়ের হয়েছে সেখানে তাঁর বক্তব্যও শোনার আর্জি জানিয়েছেন তিনি। আইনজীবীর মাধ্যমেই নিজের বক্তব্য আদালতে জানিয়েছেন ওই তৃণমূল কংগ্রেস নেতা।
কী ঘটেছিল?
চলতি মাসের ৫ তারিখ সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিলেন ED আধিকারিকরা। অভযোগ, সেখানে তাঁদে উপর হামলা চালানো হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
Read More- সন্দেশখালিতে ইডির উপর হামলা, এক সপ্তাহ পর ২ জনকে গ্রেফতার পুলিশের
কতজন গ্রেফতার
সন্দেশখালির ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ED আধিকারিকদের উপর হামলার ঘটনায় ওই ৪ জন জড়িত ছিল বলে জানা গিয়েছে। ওইই ঘটনায় আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ঘটনার পর থেকে পলাতক। তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।