দক্ষিণ দিনাজপুরে দণ্ডি বিতর্কের জের । তৃণমূল মহিলা সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল প্রদীপ্তা চক্রবর্তীকে । তার বদলে স্নেহলতা হেমব্রমকে নিযুক্ত করা হয়েছে । দণ্ডি বিতর্কের পরই দলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । সেখানেই বলা হয় দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার মহিলা প্রেসিডেন্ট পদ সামলাবেন স্নেহলতা । দক্ষিণ দিনাজপুরের তপনে চার আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানোর অভিযোগ উঠেছিল প্রদীপ্তার বিরুদ্ধে । এই নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় । তীব্র নিন্দা করেন মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা । এরপরই তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরিয়ে দেওয়া হল প্রদীপ্তাকে ।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। তপন বিধানসভার অন্তর্গত গোফানগরে তৃণমূল ছেড়ে প্রায় ২০০ মহিলা ও তাঁদের পরিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মার্টিনা কিস্কু, শিউলি মারডি, ঠাকরান সোরেন এবং মালতী মূর্মূ। অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পরেই ওই চার মহিলাকে বালুরঘাট এনে তৃণমূলে যোগ দেওয়ান মহিলা মোর্চার জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। কিন্তু অভিযোগ ওঠে, তৃণমূলে ফেরালেও ওই আদিবাসী মহিলাদের বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটানো হয়। এই ঘটনার ভিডিও প্রথমে সামনে এলে তা অস্বীকার করে তৃণমূল মহিলা মোর্চা।