প্রথমে বনি সেনগুপ্ত, এবার সোমা চক্রবর্তী। এবার কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা ইডি-কে ফিরিয়ে কুন্তলের 'ঘনিষ্ঠ' বলে পরিচিত সোমা চক্রবর্তী। জানা গিয়েছে মোট ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফেরত দিয়েছেন সোমা চক্রবর্তী। ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্তল ঘোষের মোট ১০'টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা।
উল্লেখ্য, এর আগে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ফেরত দিয়েছিলেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত।
ইডি সূত্রে খবর, সোমা জানিয়েছেন ব্যবসার জন্য তাঁকে ঋণ দিয়েছিলেন কুন্তল। যদিও যুবনেতা কুন্তল ঘোষ দাবি করেছেন, তিনি সোমা চক্রবর্তী নামে কাউকে চেনেন না।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০২০ সাল থেকে সোমা চক্রবর্তী নামক ওই মহিলার সঙ্গে বেশ কয়েকবার আর্থিক লেনদেন চালান কুন্তল। কুন্তল ধাপে ধাপে প্রায় ৫০ লক্ষ টাকা সোমাকে দিয়েছিলেন বলেও জানিয়েছে ইডি।