এবার মাধ্যমিক পরীক্ষায় কলকাতায় প্রথম সোমদত্তা সামন্ত। মেধাতালিকায় রাজ্যে দশম হয়েছেন কলকাতা কমলা গার্লস স্কুলের ছাত্রী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৪। ছোট বেলা থেকেই অঙ্কের প্রতি আগ্রহ ছিল সোমদত্তার। আজ সকাল থেকে বাড়ির প্রত্যেকের সঙ্গেই টিভির পর্দায় চোখ ছিল। ফলপ্রকাশ হতেই পরিবারে খুশির হাওয়া।
মাধ্যমিকে সাফল্যের নেপথ্যে কী! সোমদত্তা জানিয়েছেন, "রুটিন ধরে কোনও দিন পড়িনি। যখন ভাল লাগত, তখন পড়তান। কখনও বকাবকি শুনতে হয়নি। কেউ জোর করেনি। কখনও পরীক্ষায় কম নম্বর পেলেও মা উৎসাহ দিয়েছেন।" এবার সোমদত্তার লক্ষ্য উচ্চমাধ্যমিক। দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও সাফল্যের চূড়ায় পৌঁছতে প্রত্যয়ী সোমদত্তা।
রাজ্যে এবার মাধ্যমিকে সাফল্য জেলার স্কুলগুলির। রাজ্যের বিভিন্ন প্রান্তে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য় পেয়েছেন জেলার পরীক্ষার্থীরা। প্রথম দশে ৫৭ জন কৃতী পড়ুয়া রয়েছে। মেধাতালিকায় ছেলেদের সংখ্যা ৪৫ জন। মেয়েদের সংখ্য়া ১২ জন।