পথকুকুরের সঙ্গে সঙ্গমের অভিযোগে গ্রেফতার দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের এক প্রৌঢ়। তাঁর অপকর্মের ভিডিও ছড়িয়ে পড়েছিল এলাকায়। ধৃতের নাম রতিকান্ত সর্দার। খবর গত দুই তিন বছর ধরেই এই কাণ্ড ঘটিয়ে চলেছেন ওই ব্যক্তি। এমনটাই খবর। তাঁর বিরুদ্ধে ৩৭৭ ধারায় মামলা দায়ের করা হয়। একটি ভিডিওর সূত্র ধরে পশুপ্রেমী সংস্থার সদস্যরা তাঁকে খুঁজে বের করেন।
Sujan-Kunal Controversy: ফের তৃণমূল নেতার প্রশ্ন সুজনকে, এবার ১৩ জনের তালিকা প্রকাশ কুণাল ঘোষের
রতিকান্তের সম্পর্কে খোঁজখবর করা শুরু করেন। এরপর ওই সংস্থার তরফেই পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংস্থার একজন সদস্য জানান, ওই কুকুরটিকে উদ্ধারের পর তার শারীরিক পরীক্ষা করা হয়। অভিযুক্তর যথাযথ শাস্তির দাবিতে চলছে বিক্ষোভ।