এবার দুর্নীতি প্রসঙ্গে সোচ্চার হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। একই মঞ্চ থেকে দলের দুর্নীতিগ্রস্তদের বার্তা দেন মন্ত্রী পার্থ ভৌমিকও। ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
বরানগরের তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দমদমের সাংসদ বলেন, তিনি ব্যথিত হন, যখন দেখেন দলের কিছু লোক দুর্নীতি করেছে। ছোট থেকে যাঁদের দেখেছেন, তাঁরা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তা তিনি টের পাননি বলেও আক্ষেপ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। এই সব ঘটনা তাঁকে দুঃখ দেয় বলেও জানান সৌগত রায়।
আরও পড়ুন- Calcutta HC on TET Agitation: চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে হাইকোর্টে পর্ষদ, দ্রুত শুনানির আর্জি খারিজ
ওই একই মঞ্চ থেকে পার্থ ভৌমিক বলেন, তৃণমূলকে ব্যবহার করে যে বা যাঁরা অন্যায় করছেন। সেটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। তৃণমূল পরিবার তাঁর পাশে দাঁড়াবে না বলেও স্পষ্ট করেন ওই মন্ত্রী। পাশাপাশি, দলের কেউ ভুল করলে তার জন্য গোটা তৃণমূল পরিবার কলঙ্কিত হতে পারে না বলেই মত নৈহাটির বিধায়ক তথা মন্ত্রীর।