আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন শোভন চট্টোপাধ্যায়। যদিও পার্থর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিস্থিতির শিকার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
প্রায় ৪৫ বছরের পুরনো সহকর্মী পার্থ ও শোভন। শনিবার ব্যক্তিগত কাজে আলিপুর আদালতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেখানেই হাজির করানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। শোভনের সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখি। পার্থকে নিয়ে আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শোভন।
দেখা না করতে পেরে ফিরে এসে শোভন বলেন, পার্থর সঙ্গে দেখা না করতে যাওয়া অপরাধ। তারপরেই তিনি স্পষ্ট জানান, অভিযুক্ত এবং দোষী প্রমাণের মধ্যে ফারাক রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় পরিস্থিতির শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।