কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার বিরুদ্ধে এবার বিধানসভায় বিশেষ প্রস্তাব আনলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) । সোমবার বাজেট অধিবেশনের শেষ লগ্নে এসে তিনি জানান, বিধানসভার সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যদি কোনও পদক্ষেপ করে, তার আগে সেই বিষয়ে তাঁকে অর্থাৎ স্পিকারকে জানাতে হবে । ১৮৫ নম্বর ধারায় এই প্রস্তাব আনা হয়েছে । যদিও, সেই সময় বিজেপির কোনও বিধায়ক বিধানসভার কক্ষে উপস্থিত ছিলেন না । শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে তাঁরা এই প্রস্তাবের বিরুদ্ধে বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ।
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, এদিন কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই (CBI), ইডি-র (ED) তৎপরতার বিরুদ্ধে যে প্রস্তাব আনা হয়েছে, তার বিরোধিতায় এদিন শুভেন্দু অধিকারী বলেন, "চোরেদের বাঁচাতে কোনও আলোচনায় অংশ নেব না।" এদিন, বিধানসভায় এই প্রস্তাব আনার পাশাপাশি বেশ কয়েকটি অলিখিত নির্দেশ দিয়েছেন স্পিকার ।
অনেক সময়ই দেখা যায়, বিধানসভার সদস্যদের অনেকে তাঁদের প্রশ্ন লিখিত আকারে জমা দিয়েছেন। অথচ, গরহাজির থাকেন বিধানসভায় । আর এরকম হলে, তাঁদের প্রশ্ন বা বিষয় নিয়ে বিধানসভায় আর কোনও আলোচনা করা হবে না । এছাড়া, বিধায়কদের অধিবেশন কক্ষে যথাসময়ে হাজির থাকতে হবে । অধ্যক্ষর অধিবেশন কক্ষে আসার আগে হাজির থাকতে হবে সবাইকে ।