বরফ জলে স্নান। দিনে দু’বার করে নুন জল। প্রয়োজনে ওআরএস! শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাঘ-ভাল্লুকদের জন্য আপাতত এটাই গরমের ‘প্রেসক্রিপশন’।
দক্ষিণবঙ্গের মতো না হলেও উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ চড়ছে। রবিবার যখন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রি, তখন শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রাও ৩৭ ডিগ্রি ছুঁয়েছিল। তাই সেখানে বাঘেদের জন্য বরফ ঠান্ডা জলে গা ডোবানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া গাছের ডাল, শুকনো পাতা আর খড় দিয়ে বানানো হয়েছে বিশ্রাম নেওয়ার ছাউনি। বাঘ এবং ভাল্লুকদের জন্য আনা হয়েছে ঠান্ডা জল, বরফের টুকরো। সৈন্ধব লবণ, ওআরএস-এর ব্যবস্থাও করা হয়েছে।