লালবাজারে আর উত্তর কলকাতার বড়তলা থানার লক আপে দিনরাত ‘মোক্সাবাদের' গান শুনিয়েছিলেন রোদ্দুর রায় (Roddur Roy)। এবার জাতে সেরকমটা না হয়, সেদিকে গুরুত্ব দিল প্রেসিডেন্সি জেল (Presidency Jail) কর্তৃপক্ষ। সেল থেকে যখন রোদ্দুর রায় বের হবেন, তখন অন্য কোনও বন্দিকে বাইরে না রাখার নির্দেশ কারা কর্তৃপক্ষের।
দুই দফায় পুলিশ হেফাজতের শেষে ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে সোমবার জেল হেফাজতে পাঠানো হয় অনির্বাণ দে ওরফে ইউটিউবার রোদ্দুর রায়কে। প্রেসিডেন্সি জেলের ‘একের দশ’ সেলের ন’নম্বর ঘরে রাখা হয় তাঁকে। রাতে তাঁর উপর ছিল কারারক্ষীদের নজর। রোদ্দুরের নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও ঘাটতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
Abir Chatterjee: মুক্তি পাচ্ছে আবীরের প্রথম হিন্দি ওয়েব সিরিজ, প্রোমো শেয়ার করলেন গর্বিত বাবা
সুত্রের খবর জেলে আসার পর থেকে সেলে এক লাইনও ‘মোক্সা’ গান গাননি রোদ্দুর। রোদ্দুরের সেলের সামনের ছোট উঠোনে ঘোরাঘুরিতে বাধা নেই, । কিন্তু রোদ্দুর যখন সেল থেকে বের হচ্ছেন, তখন অন্য বন্দিদের সেল থেকে বের হতে দেওয়া হচ্ছে না। আবার অন্য বন্দিরা যখন সেল থেকে উঠোনে ঘোরাঘুরি করছেন, তখন রোদ্দুরকে থাকতে হচ্ছে সেলের মধ্যে। রোদ্দুর রায়ের গানের কথায় প্রভাবিত হয়ে সংশধনাগারের অন্যান্য বন্দিদের আচরণে যেন কোনো বদল না আসে, তাই-ই এই বিশেষ ব্যবস্থা।
স্বাস্থ্যপরীক্ষাররিপোর্ট বলছে, রোদ্দুর রায়ের রক্তচাপ ও অন্য শারীরিক অবস্থা স্বাভাবিক। কারও সঙ্গে বেশি কথা বলছেন না। তবে কাগজ ও কলম চেয়েছেন। সেই অনুরোধ রাখা যায় কিনা, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।