রাজ্যের রেশন ব্যবস্থা (Ration) নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। রেশন দোকানের মালিকদের সাধারণ মানুষকে বরাদ্দ রেশন না দেওয়ার অভিযোগ ওঠে প্রায়শই। এবার এই রেশন কারচুপি এড়াতে কড়া পদক্ষেপ গ্রহণের পথে রাজ্য সরকার। খাদ্য দফতর সূত্রে খবর, শীঘ্রই রাজ্যের ২১ হাজার দোকানে বসানো হবে ইলেকট্রনিক্স ওয়েট মেশিন। এর মাধ্যমে রেশন দোকানগুলির উপর সরাসরি নজর রাখতে পারবে খাদ্য দফতর। উপভোক্তাদের প্রাপ্য রেশন ঠিক পরিমাণে দেওয়া হচ্ছে কী না তাও ধরা যাবে এই ব্যবস্থায়।
Mamata Banerjee : মে মাসের শেষে দিল্লিতে মমতা, যোগ দিতে পারেন বিরোধীদের বৈঠকে
এর আগে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে গ্রাহকদের রেটিনার সঙ্গে আধার সংযোগের প্রক্রিয়া শুরু হয়েছিল। রাজ্যে ২১ হাজার রেশন ডিলার অধীনে প্রায় ৯ কোটি ২০ লাখ গ্রাহক রয়েছেন। খাদ্য দফতরের আশা, এই ব্যবস্থায় সাধারণ মানুষের উপকার হবে।