স্কুলে চাকরির নিয়োগের সুপারিশপত্র নিতে সোমবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দফতরে শিলিগুড়ির ববিতা সরকার। কলকাতা হাই কোর্টের নির্দেশে সোমবার স্বামীকে নিয়ে সল্টলেকে এসএসসির দফতরে যান তিনি। নিয়োগের সুপারিশপত্র হাতে পেয়ে খুশি ববিতা জানান, তৃতীয় পর্যায়ে স্কুলে নিয়োগের পরই তাঁর লড়াই শেষ হবে। এদিনই শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। যা সন্তুষ্ট করেছে ববিতা সরকারকে।
আগেই ববিতা জানান, মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতে চান তিনি। ফলে সেখানেই তাঁকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশে আরও বলা ছিল যে, পরেশ অধিকারীর মেয়েকে সরিয়ে দিয়ে বহাল করতে হবে ববিতা সরকারকে। সেইমতো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সোমবার সুপারিশপত্র তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে।
আরও পড়ুন- West Bengal School Reopen : গরমের ছুটি শেষ, কোভিড বিধি মেনে ফের ক্লাসে স্কুল পড়ুয়ারা
২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। ২০১৭ সালে পরীক্ষার ফল আসে। অভিযোগ, এসএসসির প্রথম তালিকায় অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। ২০ নম্বরে নাম ছিল অঙ্কিতার। এরপর নতুন করে মেধাতালিকা প্রকাশ করা হয়। সেখানে একধাপ নেমে ২১ নম্বরে নেমে আসে ববিতার নাম। পরে দেখতে পান, মেধাতালিকায় এক নম্বরে আছে অঙ্কিতার নাম। সেখান থেকেই লড়াই শুরু করেন ববিতা।