রাজ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে ১৬ কোটি টাকা লেনদেনের হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মামলায় ধৃত চন্দন মণ্ডল ওরফে রঞ্জনকে জেরা করার সময় এই তথ্য পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই ১৬ কোটি টাকা তোলা হয়েছিল চাকরিপ্রার্থীদের চাকরি বিক্রির মাধ্যমে।
প্রথম থেকেই সিবিআই-এর নজরে ছিলেন চন্দন৷ তাঁর লেনদেন খতিয়ে দেখে ৬ কোটি টাকার হদিশ মিলেছিল। শুক্রবার চন্দনকে গ্রেফতার করা হয়। এরপর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এবং তাঁকে জেরা করে আরও ১০ কোটি টাকার খোঁজ মিলেছে।
NIA Raid: পাকিস্তান থেকে অস্ত্রপাচার মামলায় গ্যাংস্টার যোগ, একযোগে ৭২ জায়গায় হানা এনআইএর
মঙ্গলবার চন্দন এবং আর এক অভিযুক্ত সৌমেনকে আদালতে পেশ করা হয়। সৌমেনের আইনজীবী জানান, তিনি নিয়োগ দুর্নীতিতে যুক্ত নন। তদন্তে সহযোগিতাও করছেন। সিবিআই-এর দাবি, সৌমেন একজন মিডলম্যান৷ বহু অযোগ্য প্রার্থীকে চাকরি দিয়েছেন তিনি।
বিচারক জানিয়েছেন, সিবিআই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলছে, কেস ডায়েরিতে তার প্রমাণ দিতে হবে।