পঞ্চায়েত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। বুধবার রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Election Commission) জানিয়ে দেয়, কোন দল কতগুলি মনোনয়ন প্রত্যাহার করেছে। পাশাপাশি জানানো হয়, কোন কোন জেলার কত আসনে ভোট হবে না। ২২টি জেলায় একমাত্র দক্ষিণ ২৪ পরগনার পরিসংখ্যান অসম্পূর্ণ ছিল। তাই নিয়ে অভিযোগও তোলেন বিরোধীরা। শুক্রবার রাতেই সেই তথ্য দিয়েছে কমিশন। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ৭৩,৮৮৭টি আসনের মধ্যে ৯০১৩টি আসনে ভোট হবে না। ১২ শতাংশ আসনে কোনও না কোনও দল ইতিমধ্যেই জিতে গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার রিপোর্টে দেখা গিয়েছে, জেলার ৬,৩৮৩টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ১৭৬৭টিতে প্রতিদ্বন্দ্বিতা হবে না। ২৩৩টি পঞ্চায়েত সমিতি ও ৮টি জেলা পরিষদেও ফল নির্ধারিত হয়ে গিয়েছে।
আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকেই পঞ্চায়েতের প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের, রবিবারই উত্তরবঙ্গে তৃণমূলনেত্রী
২০১৮ পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবারও পঞ্চায়েত নির্বাচনে ১২ শতাংশ আসনে কোনও লড়াই হবে না।