বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুতদন্তে গঠিত হল সিট (SIT)। তবে সিটকে তদন্তে সহযোগিতা করতে নারাজ মৃতের পরিবার। রবিবার বিকেল ৫টায় তদন্তের স্বার্থে তলব করা হলেও তাঁরা কেউ যাননি বলেই খবর। মৃতের পরিবারের দাবি, সিবিআইকেই(CBI) তদন্ত করতে দিতে হবে।
শুক্রবার সকালে কাশীপুর রেল কলোনির পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয়েছিল বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ(BJP Activist Death)। এরপরই অর্জুনের মা ও দাদা দাবি করে, বৃহস্পতিবার গভীর রাতে কাশীপুর রেল কলোনিতে তাঁদের বাড়ির কাছে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি। সেখানে কিছু অশান্তিও হচ্ছিল।
মৃত অর্জুন চৌরাসিয়া কাশীপুর-বেলগাছিয়া বিজেপি যুব মোর্চার(BJP Yuva Morcha) মণ্ডল সহ সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র্যালির আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেই বাইক র্যালি নিয়ে কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে(Amit Shah Rally) অভ্যর্থনা জানাতে যাওয়ার কথা ছিল অর্জুনের। কিন্তু শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
মৃতের পরিবারের অভিযোগ, রাতে থানায় গিয়ে অর্জুনের নিখোঁজ হওয়ার কথা জানালেও গা করেনি পুলিশ। শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে চিৎপুর থানার পুলিশ(Chitpur Police Station)। পরিবারের অভিযোগ, বিধানসভা ভোটের সময় থেকেই তৃণমূল হুমকি দিচ্ছিল অর্জুনকে। তৃণমূলের দুষ্কৃতীরাই(TMC Goons) অর্জুনকে খুন করে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এই মৃত্যুর ঘটনার সিবিআই(CBI) তদন্তের দাবি জানিয়েছেন।