শেখ শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে আদালতের একটি নির্দেশই বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্য পুলিশের কাছে । এবার সেই নির্দেশের বদল চাইছে রাজ্য সরকার । জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি আদালতের দেওয়া একটি নির্দেশের অষ্টম অনুচ্ছেদের পরিবর্তন চাইছে রাজ্যে । এ প্রসঙ্গে আদালতের দ্বারস্থও হয়েছে সরকার । রাজ্যের আইনজীবীর দাবি, ওই অনুচ্ছেদটিই শাহজাহানকে গ্রেফতার করার বিষয়ে পুলিশের প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে । যদিও, এদিনই আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, শেখ শাহজাহানকে ইডি, সিবিআই বা রাজ্য পুলিশ, যে কেউ গ্রেফতার করতে পারে ।
বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে অনুচ্ছেদটি পরিবর্তনের আর্জি জানিয়েছে রাজ্য । আসলে ওই অনুচ্ছেদে রাজ্য পুলিশকে সন্দেশখালি সংক্রান্ত কোনও তদন্ত থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল । রাজ্যের অনুচ্ছেদ পরিবর্তনের আর্জি প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, আদালত সিট গঠন করে এই সংক্রান্ত তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু শাহজাহানকে গ্রেফতার করায় স্থগিতাদেশ দেয়নি। পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেফতার করতে পারে ।
উল্লেখ্য, বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনায় সিবিআই এবং রাজ্য পুলিশকে যৌথ ভাবে সিট গঠনের নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইডি এবং রাজ্য পুলিশ । ডিভিশন বেঞ্চ ৭ ফেব্রুয়ারি সিট গঠনের উপর স্থগিতাদেশ দেয় । ওই নির্দেশের অষ্টম অনুচ্ছেদে বলা হয়েছিল, রাজ্য পুলিশও এই সংক্রান্ত তদন্ত থেকে দূরে থাকবে ।
বুধবার হাইকোর্টের বিচারপতির স্পষ্ট নির্দেশ, শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনও বাধা নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্য পুলিশ, যে কেউ তাঁকে গ্রেফতার করতে পারবে।