২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার অভিযোগ উঠল । মঙ্গলবার দুপুরে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (New jalpaiguri) স্টেশনে ট্রেন ঢোকার মুখে ঘটনাটি ঘটে । হামলার জেরে সি৩, সি৬ কোচের জানালার কাচ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে । পরপর দু'দিন ভারতের দ্রুততম ট্রেনে হামলার অভিযোগ উঠল ।
জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার সময় মালদায় ট্রেনটি পরীক্ষা করছিলেন রেল কর্মীরা । তাঁরাই লক্ষ্য করে দেখেন, সি৩, সি৬ কোচের জানালার কাচে চিড় ধরেছে । এরপরই বিষয়টি তাঁরা উপর মহলে জানান । দুপুর একটার আশপাশের সময়ে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ । সেইসময় ট্রেন নিউ জলপাইগুড়ির স্টেশনের কাছাকাছি থাকার কথা । সেখান থেকেই অনুমান করা হচ্ছে, অন্তিম স্টেশনে ঢোকার কিছু আগেই ট্রেনটিতে হামলা হয়ে থাকতে পারে । যার জেরে ক্ষতিগ্রস্ত হয় দুটি কামরা ।
সোমবার হাওড়া-জলপাইগুড়ি (Howrah-Jalpaiguri) রুটের প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় ইতিমধ্যেই এফআইআর (FIR) দায়ের হয়েছে । রেলের অ্যাক্ট অনুযায়ী এই এফআইআর দায়ের করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR)। রিপোর্ট পাঠানো হয়েছে রেল মন্ত্রককে। এই বন্দে ভারত ট্রেনের সুরক্ষার্থে আর কী কী নিরাপত্তা প্রয়োজন, তাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে