পথ দুর্ঘটনায় বেহালার শিশু মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা শহরে। এবার হরিদেবপুরে ট্যাক্সির ধাক্কায় জখম হল এক দ্বিতীয় শ্রেণির ছাত্র৷ তড়িঘড়ি ওই পড়ুয়াকে ভর্তি করা হয় SSKM হসপাতালে।
স্কুলে যাওয়ার সময় রাস্তা পার করতে যায় শিশুটি, তখনই একটি ট্যাক্সির ধাক্কায় গুরুতর জখম হয় শিশুটি। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্র হরিদেবপুরের শ্রী সত্য বালবিহার স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে।
উল্লেখ্য, শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের। বাবার সঙ্গে রাস্তা পারাপার হচ্ছিল সে। সেসময় একটি মাটি বোঝাই লরি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরনীলের।