কিছুদিন আগে ছাত্র সংসদের ভোটের দাবিতে উত্তাল হয়েছিল কলকাতা মেডিক্যাল । তার আঁচ লাগল এবার যাদবপুরেও (Jadavpur University) । আজ, শনিবার সমাবর্তনের দিন ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Student Protest at Jadavpur University) । রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসের সামনেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা । তাঁদের দাবি, ছাত্র সংসদের ভোট করাতে হবে । স্লোগানে মুখরিত হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস ।
এদিন, বিক্ষোভে সামিল হন ফেটসুর সদস্যরা । সোচ্চার হয় এসএফআইও । তবে, এদিন সমাবর্তন অনুষ্ঠানে কোনও ঝামেলা হয়নি । রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেট দিয়ে ঢুকে গাড়ি থেকে নামার পরই স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা । রাজ্যপালের পথ আটকান তাঁরা । তাঁদের মূল বক্তব্য, তিন বছর ধরে ভোট বন্ধ । রাজ্যপালের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তাঁদের এই আন্দোলন । তাঁরা কোনওভাবেই রাজ্যপালকে অসম্মান করতে চাননি ।
আরও পড়ুন, Covid 19 Meeting: মঙ্গলবার থেকে জেলার সব হাসপাতালে মহড়া, করোনা নিয়ে দফায় দফায় বৈঠক
বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, ২০২০ সালে শেষ ছাত্র সংসদের ভোট হয়। এরপর আর নির্বাচন হয়নি । অগণতান্ত্রিকভাবে সমস্ত নীতি তাঁদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে । ছাত্রছাত্রীদের ইউনিয়নকে কার্যত অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা প্রয়াস চলছে বলে অভিযোগ উঠেছে ।