আগামী ১৪ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিক (HS Exam) শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এবার পরীক্ষার্থীদের উত্তর লিখতে হবে আরও সংক্ষেপে। সহজ করে বললে সংক্ষিপ্ত উত্তরধর্মী যেসব উত্তর দু'এক কথায় লিখতে হত, তা এখন অতি সংক্ষেপে লিখলেও চলবে। উদাহরণস্বরূপ SAQ বিভাগে শূন্যস্থান পূরণ করতে দিলে কেবল উত্তর টুকু লিখলেই হবে, এক্ষেত্রে কোনও বাক্য লেখার প্রয়োজন নেই। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন প্রায় ৮ লক্ষ ৫২ হাজার পরীক্ষার্থী।
West Bengal Weather Update: প্রবল গরমের মাঝেও স্বস্তির বার্তা, বুধবার রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস
এই প্রথমবার একটি প্রশ্নপত্র এবং একটি উত্তর পত্রেই উত্তর লিখবেন পড়ুয়ারা। অর্থাৎ প্রশ্নের নীচে নির্দিষ্ট জায়গায় ছোট করে লিখতে হবে উত্তর। সংসদের ওয়েবসাইটে উত্তরপত্রের একটি নমুনা দিয়ে বলা হয়েছে যতটুকু প্রশ্ন ততটুকুই উত্তর লিখতে হবে। মঙ্গলবার সকাল ১০ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে দুপুর ১টা ১৫ পর্যন্ত।