বাংলার আবাস দুর্নীতি নিয়ে তৃণমূলকে সতর্ক করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার(BJP MP Subhas Sarkar)। সোমবার বাঁকুড়ার সিমলাপালের এক গ্রামসভা থেকে তৃণমূলকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য বাঁকুড়ার এই বিজেপি সাংসদের(BJP on TMC)। সোমবার তিনি প্রকাশ্যেই বলেন, ‘‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম-মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রামধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’’
পরে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায়(PM Awas Yojana Corruption) সাধারণ মানুষকে রেশনের মাধ্যমে চাল দিচ্ছেন।" কিন্তু এই মন্ত্রীর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) থেকে তৃণমূলের নেতারা প্রত্যেকেই বলছেন তাঁরা চাল দিচ্ছেন। তৃণমূল(TMC Leaders) সমানে মিথ্যা কথা বলে চলেছে বলেও জানান সুভাষ সরকার। এরপরই তিনি জানান, গ্রামে গিয়ে এরকম মিথ্যা কথা বললে তাকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম ছাড়া করা হোক।
আরও পড়ুন- Babita Sarkar : ববিতার নিয়োগ 'বেআইনি', কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন চাকরিপ্রার্থী অনামিকা
প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় আবাস যোজনায়(PM Awas Yojana Corruption) বাড়ি তৈরি নিয়ে রাজ্যে ভুরি ভুরি অভিযোগ। যোগ্য লোকের বদলে অযোগ্য লোকেরা বাড়ি তৈরির টাকা পাচ্ছেন বলেন বলেও অভিযোগ। এমনকি, রাজ্যের বিভিন্ন জায়গায় আশাকর্মীদের(Asha Workers) মারধরের অভিযোগও ওঠে। অভিযোগ, দোতলা বাড়ি থাকা মানুষরাও বাড়ি তৈরির টাকা পেয়েছেন উল্লেখ্য, এ বিষয়ে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয়েছে বিজেপি।