দিল্লির নির্দেশে তৃণমূলের বড় দুর্নীতিগ্রস্ত নেতাদের রেহাই দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরিবর্তে নিচু স্তুরের ছোটো নেতাদের ধরে টানাটানি করছে। ED-র বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন CPIM নেতা সুজন চক্রবর্তী।
শুক্রবার সকালে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয় ED। সূত্রের খবর, সেইসময় ওই বাড়িতে ছিলেন না মন্ত্রী। ওই ঘটনার প্রতিক্রিয়া দেন মুখ খোলেন সুজন চক্রবর্তী। ঘটনায় ED-কে কাঠগড়ায় তোলার পাশপাশি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন।
কী বলেছেন সুজন চক্রবর্তী?
"মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িকে ED গেছে। রাজ্য সরকারের সব মন্ত্রীর বাড়িতে ED যাওয়ার কথা। সবাই টাকার ভাগ নিয়েছে।" তিনি অভিযোগ করেন, শিক্ষা দফতরের সঙ্গে চন্দ্রনাথ সিনহার কোনও যোগাযোগ নেই। কিন্তু শিক্ষা দুর্নীতিতে জড়িত তিনি। তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না, দুর্নীতি করবে না তাই হয় কখনও?
এর পাশাপাশি নাম না করে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ED কালীঘাট চেনে না? শান্তিনিকেতন বাড়ি চেনে না? দিল্লির নির্দেশে তলার নেতাদের টানাটানি করে ED দেখাচ্ছে আমরা কাজ করছি। আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীগ্রস্ত বড় নেতাদের।"