ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সুজিত বসুর অনুগামীদের রাতের অন্ধকারে বেধড়ক মারধরের অভিযোগ সব্যসাচী অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর আহত ৩। সল্টলেকের (TMC group clash in Saltlake) ত্রিনাথ পল্লীর এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ(Bidhannagar Police Station)। ঘটনার পর থেকে ফেরার ২০ জনের বেশি দুষ্কৃতী।
গতকাল রাতে হঠাৎই সল্টলেকের ত্রিনাথ পল্লীর প্রাক্তন পৌরপিতা প্রবীর সরদার এবং এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুর অনুগামী তৃণমূল কর্মীদের(TMC goons attack on TMC) বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। ঘরে ঢুকে সুজিত বসুর অনুগামীদের বেধড়ক মারধর করে কিছু দুষ্কৃতী। ঘটনায় নাম জড়ায় সুজয় দাস, ঝন্টু, বিকাশ, পচা, আদু নামের বেশকিছু ব্যক্তির। স্থানীয়দের দাবি, মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বেশ কয়েকজনের।
আরও পড়ুন- Bengali soldier died in Assam: বন্যাবিধ্বস্ত অসমে মৃত্যু বাঙালি জওয়ানের, শোকের ছায়া অশোকনগরের বাড়িতে
আক্রান্তদের অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই বিধাননগর পৌরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত এবং এলাকার পৌরমাতা চামেলী নস্করের(TMC councillor) অনুগামী। বিধাননগর পৌরনিগমের নির্বাচনের পর বিজেপি(BJP) ছেড়ে তৃণমূলে ফেরে এই অভিযুক্তরা। তৃণমূলে যোগদানের পরই সুজিত বসু(Sujit Bose) অনুগামীদের তাদের গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্যে বারবার জোর করে এই অভিযুক্তরা। তবে আক্রান্তরা গোষ্ঠী পরিবর্তনে অস্বীকার করায় রাতের অন্ধকারে তাদের ওপর হামলা হয়। সন্ধ্যা দাসের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীদের। এই ঘটনার পর থেকে আতঙ্কে ত্রিনাথ পল্লীর বাসিন্দারা।