"মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, মার দিয়ে আসুন। বাকিটা বুঝে নেবো"। দলের কর্মী-সমর্থকদের এমনই নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাঁকুড়ায় দলের 'নারী সূরক্ষা মিছিল' শেষে মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলার পাশাপাশি আরও বলেন, "মার খেয়ে এলে চিকিৎসা পরিষেবাও মিলবেনা।"
কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল ধর্মতলায়। সেই অনুষ্ঠানের সভা মঞ্চ থেকে ফোঁস করার নিদান দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া জবাব দিলেন সুকান্ত মজুমদার।
জবাবে, 'বাপুরাম সাপুড়ে' কবিতার অংশ তুলে ধরেন সুকান্ত মজুমদার। ওই কবিতার উর্দ্ধৃতি দিয়ে সুকান্ত মজুমদার বলেন, "বিজেপিকে যদি ফোঁস করতে আসেন তো বিজেপি ডাণ্ডা ব্যবহার করবে।"
এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের নাম উল্লেখ করেন। তিনি বলেন, "ওই দলে যে ক'টা অরূপ আছে সবাই চোর।" রাজ্যে বড়বড় কথা বললেও দিল্লিতে গিয়ে সবাই চুপ করে যায় বলেও মন্তব্য তার।
বাঁকুড়া শহরের লালবাজার থেকে বাঁকুড়া জেলা বিজেপির ডাকে নারী সুরক্ষা মহা মিছিল শুরু হয়ে মাচানতলা আকাশ মুক্ত মঞ্চের সামনে শেষ হয়। সেখানেই এক সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার, বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, চন্দনা বাউরী, সত্যনারায়ণ মুখোপাধ্যায় প্রমুখ।