উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের প্রশ্নের জবাব দিলেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
রাতের অন্ধকারে জ্বলছে আগুন। পুড়ছে বেশ কিছু কাগজপত্র। দাঁড়িয়ে আছেন কয়েকজন। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুকান্ত। (এডিটরজি বাংলা সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি)। তাঁর দাবি, ভিডিওটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের। সঙ্গে তিনি লেখেন, 'উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কী? কীসের তথ্য গোপন করতে কী কী নথি জ্বালিয়ে ফেলা হল? উপস্থিত ব্যক্তিদের মধ্যে গ্রেফতার হওয়া উপাচার্যও নেই তো, প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ঘটনার তদন্ত দাবি করছি।'
Subhendu Adhikary: টিটাগড়েড় স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর
প্রসঙ্গত, গত সোমবার কেন্দ্রীয় সরকারের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তিনি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যানও বটে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি চেয়ারম্যান ছিলেন তিনি। ফলে সুকান্ত মজুমদার সোস্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করতেই আলোড়ন শুরু হয় রাজনৈতিক মহলে।
সুকান্তবাবুর প্রশ্নের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন সুভাষচন্দ্র রায় জানিয়েছেন, এটি একেবারেই উড়ো খবর। বিশ্ববিদ্যালয়ের পুরানো কিছু কাগজ, যেগুলি ফেলে দেওয়া হয়েছিল, সেগুলিই পোড়ানো হয়েছে। কোনওটিই গুরুত্বপূর্ণ নথি নয়। ডিন জানান, চাইলে যে কেউ ঘটনাটি তদন্ত করে দেখতেই পারেন। তাঁর দাবি, সবটাই কাকতালীয়।