Vande Bharat Express: বোলপুর স্টেশনে দাঁড়াক বন্দে ভারত, রেলমন্ত্রীকে চিঠি দিয়ে আর্জি সুকান্ত মজুমদারের

Updated : Jan 05, 2023 12:14
|
Editorji News Desk

শুক্রবার, ৩০ ডিসেম্বর, এই রাজ্যের রেলপথে সূচনা হবে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার। হাওড়া স্টেশন থেকে এই সূচনা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে ট্রেনটি। এবার ট্রেন উদ্বোধনের আগেই বোলপুর স্টেশনে স্টপেজ দেওয়ার দাবি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বাংলার বহু মানুষ চাইছেন বোলপুরে স্টপেজ দেওয়া হোক। একজন জনপ্রতিনিধি তথা বাংলার নাগরিক হিসাবে তিনি রেলমন্ত্রীর কাছে এই দাবি করছেন বলে চিঠিতে লিখেছেন তিনি। তাঁর দাবি, সারাবছরই অসংখ্য পড়ুয়া এবং পর্যটক শান্তিনিকেতনে আসেন। শান্তিনিকেতনের সঙ্গে সরাসরি কোনও বিমান যোগাযোগ নেই।। তাই বন্দে ভারত ট্রেন সেখানে দাঁড়ালে উপকৃত হবেন বহু মানুষ।

উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের দাম সাধারণ ট্রেনের থেকে খানিকটা বেশি হলেও কলকাতা থেকে মাত্র ৮ ঘণ্টায় উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া যাবে এই ট্রেনের মাধ্যমে, যা একটা দীর্ঘ সময় অধরা স্বপ্নের মতোই মনে হতো। সূত্রের খবর, প্রাথমিকভাবে মাঝে একটি স্টেশনেই ট্রেনটি দাঁড়ানোর কথা। মালদহ টাউন স্টেশনে ট্রেন দাঁড়াবে বলে জানা গিয়েছে।

যদিও, বন্দে ভারতের প্রথম যাত্রার দিন নির্ধারিত সাড়ে ৭ ঘণ্টার চেয়েও বেশি লাগবে বলেই মনে করা হচ্ছে। কারণ নিউ ফরাক্কা, মালদহ স্টেশন ছাড়াও আরও একাধিক স্টেশনে বন্দে ভারতকে দাঁড় করিয়ে নতুন ট্রেনকে স্বাগত জানানোর পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। এবার সুকান্ত'র দাবি মেনে বোলপুর স্টেশনে দাঁড়ায় কি না এই ট্রেন, এখন দেখার সেটাই।

Sukanta MajumdarVande Bharat ExpressShantiniketan

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?