দিল্লি (Delhi) যাচ্ছেন না অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal ) । বুধবারই দিল্লিতে ইডি (ED) দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর । কিন্তু, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ট সূত্রে খবর, সুকন্যা ইডি দফতরে যাচ্ছেন না । ইতিমধ্যেই ইডি আধিকারিকদের কাছে আইনজীবী মারফত একটি চিঠি পাঠিয়ে সেকথা জানিয়েছেন তিনি ।
অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরই সুকন্যা-সহ আরও বেশ কয়েকজনকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি । সেই তালিকায় ছিলেন অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিও । মঙ্গলবার দিল্লিতে তলব করা হয়েছিল তাঁকে । দীর্ঘ জেরার পর সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয় । সুকন্যার দিল্লি যাওয়ার আগে মণীশের গ্রেফতারি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছিল ওয়াকিবহাল মহল । কিন্তু, শেষ পর্যন্ত হাজিরা এড়ালেন সুকন্যা । যদিও কী কারণে যেতে পারছেন না তা এখনও পর্যন্ত জানা যায়নি ।
আরও পড়ুন, Bikash Bhattacharyya: চাকরি না খেতে মুখ্যমন্ত্রীর অনুরোধ, ফের আদালতে বিকাশ ভট্টাচার্য
এদিকে, মণীশ কোঠারিকে আদালতে তোলা হবে । প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করা হবে । তারপর দুপুর ২টো নাগাদ রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে তাঁকে ।