দীর্ঘদিন বাদে আলিপুর কোর্ট চত্বরে পার্থ-অনুগামীদের ভিড়। এতদিন ধরে আদালতে পেশের সময় পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে উঠত 'চোর' স্লোগান। এবার সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে দেখা গেল তাঁর সমর্থকদের। বৃহস্পতিবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায় সহ ১৪ জনকে পেশ করা হয় আলিপুর আদালতে।
উল্লেখ্য, বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে জানান, ‘বেনিফিট অফ ডাউটের’ ভিত্তিতেই তাঁরা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দল থেকে বহিষ্কার করেন। আর তার ২৪ ঘন্টার মধ্যেই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের নামে জয়ধ্বনিতে সমীকরণ বদলের আভাষ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন- Gurgaon Firing Case: অফিসের চেয়ার নিয়ে বচসা, সহকর্মীকে গুলি চালিয়ে পলাতক গুরুগ্রামের বাসিন্দা