কম্বল বিতরণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারি ইস্যুতে এবার রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের। কেন রাজ্যের বাইরে গ্রেফতার করা হল আসানসোলের প্রাক্তন মেয়রকে, তা জানতে চেয়ে রাজ্যকে নোটিশ পাঠালো দেশের শীর্ষ আদালত। পাশাপাশি, আসানসোল পুরসভার দুই কাউন্সিলর গৌরব গুপ্তা এবং তেজপ্রতাপ সিংয়ের গ্রেফতারির উপরেও এদিন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শনিবার নয়ডা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপরই শীর্ষ আদালতে তাঁর মক্কেলকে রাজ্য পুলিশ ‘কিডন্যাপ’ করেছে বলে অভিযোগ দায়ের করেন জিতেন্দ্রর আইনজীবী। তার প্রেক্ষিতেই এই রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের।
শনিবার দমদম বিমানবন্দরে নামিয়ে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। রবিবার আসানসোল আদালতে তাঁকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সোমবারই তাঁর গ্রেফতারির নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।