বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। ভারতীয় দন্ডবিধির ৩০২ এবং ২৮ A ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাকে। খুনের ঘটনার ১ বছরেরও বেশি সময় সময় রায় ঘোষণা হল বহরমপুর আদালতে।
বহরমপুরে একটি মেস বাড়িতে ভাড়া থাকতেন সুতপা। সেখানেই তাকে কুপিয়ে খুন করা হয়। গ্রেফতার করা হয় তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্তকে। জেরা চলাকালীন খুনের বিষয়ে স্বীকার করে সে। এরপর বিচার প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত করলেন বিচারক সন্তোষ কুমার পাঠক। বুধবার শাস্তি ঘোষণা হবে।