পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অনুব্রত মন্ডল। গরুপাচার মামলায় গ্রেফতার হলেন বীরভূমের 'বেতাজ বাদশা'। আর এরপরেই অনুব্রতকে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, "অনুব্রত মন্ডল একজন মাফিয়া।" তাঁর আরও দাবি, অনুব্রত হাটে মাগুর মাছ বিক্রি করত, সে এখন একহাজার কোটি টাকার মালিক। এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই হচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার।
গরুপাচার মামলায় (Scatle Smuggling) তাঁকে গত দেড় বছরে ১০ বার তলব করে সিবিআই (CBI)। একবার কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিলেও বারবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। সোমবার কলকাতা গেলেও নিজাম প্যালেসের পথে যাননি তিনি। এসএসকেএম হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফিরে যান বোলপুর। এরপরই অনুব্রতর কলকাতার বাড়িতে ও বোলপুরের বাড়িতে চিঠি পাঠায় সিবিআই। জানিয়ে দেওয়া হয়, বুধবার হাজিরা না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে তৃণমূল নেতার বাড়িতে। এরপরই বৃহস্পতিবার গ্রেফতার করা হয় এই তৃণমূল নেতাকে।
আরও পড়ুন- Anubrata Mondal Arrested: গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল CBI