অনুব্রত মণ্ডলের আদালতের হাজিরার দিন বোলপুরে ফের কয়েকজন ব্যাঙ্ক আধিকারিককে তলব সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর. বুধবারও বেশ কয়েকজন ব্যাঙ্ক আধিকারিক ও কর্মীকে অস্থায়ী ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবারের তলব বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আদালতে যাওয়ার পথে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকে একাধিকবার ব্যাঙ্ক আধিকারিকদের তলব করেথে সিবিআই। অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তি কোন ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন হয়েছে, তার তথ্য নিচ্ছেন আধিকারিকরা। এবার অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটের সম্পত্তি সংক্রান্ত বিষয় কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, অনুব্রত ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর মেডিকেল কলেজ নির্মাণে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চাইছে সিবিআই। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন , কলেজ খোলার সময় ৯ কোটি টাকা লেনদেন হয়েছিল। তা নিয়েই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। ওই টাকা কারা দিয়েছিলেন, কীভাবে এল, সব তথ্যই জানতে চাওয়া হবে।
সূত্রের খবর, ওই মেডিকেল কলেজ তৈরি করতে ৯ কোটি টাকার মধ্যে আড়াই কোটি টাকা দেওয়া হয়েছিল ভোলেবোম চালকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। যার মালিক অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল। মলয় পিট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ওই টাকা ফিরিয়ে দিয়েছেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি করতে অনুব্রত মণ্ডলের অবদান কতটা, তাও জানিয়েছেন তিনি। বুধবার এই নিয়েই জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।