দত্তপুকুরের বাজি বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA। উত্তর ২৪ পরগনার বিস্ফোরণস্থল ঘুরে দেখেন তাঁরা। বেশ কিছুক্ষণ থাকার পর সেখান থেকে বেরিয়ে যান গোয়েন্দা আধিকারিকরা।
এদিকে দত্তপুকুরের ঘটনায় মুখ্যমন্ত্রী মুখ না খোলায় তোপ দাগলেন বিরোধী দলনেতা। তাঁর নীরব থাকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গ থেকে এসে রাজ্যপাল দত্তপুকুরে গেলেও মুখ্যমন্ত্রী কেন যেতে পারেন না সেই নিয়েও প্রশ্ন তাঁর।
দত্তপুকুরের বাজি বিস্ফোরণের ঘটনাস্থল NIA খতিয়ে দেখতে গেলেও এখনও সরকারিভাবে তদন্তভার নেয়নি তারা। তবে সোমবার সকালে বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। তাতে NIA তদন্তের দাবি জানানো হয়। মঙ্গলবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
Read More- দত্তপুকুর নিয়ে আরও কড়া মুখ্যমন্ত্রী, তাঁর নির্দেশে ঘটনাস্থলে সিআইডি
এদিকে দত্তপুকুর নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব দাবি করেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর নেতৃত্বে বিধানসভার কক্ষ ত্যাগ করেন BJP বিধায়করা।
রবিবার সকালে দত্তপুকুরের একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে ওই বাজি কারখানা চালানো হচ্ছিল।