তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া কুড়মি নেতাদের পাশে আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার গ্রেফতার হওয়া কুড়মি নেতাদের বাড়ি যান শুভেন্দু। দেখা করেন তাঁদের পরিবারের সঙ্গে। আশ্বাস দেন আইনি সাহায্যের।
অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১০ জন গ্রেফতার হয়েছে। তাঁদের মধ্যেই রয়েছেন গড় শালবনির বাসিন্দা দুই ভাই মনমোহিত মাহাতো এবং অনিত মাহাতো। এদিন তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন শুভেন্দু।
গ্রেফতারির ঘটনায় শালবনি থেকেই শাসকদল এবং প্রশাসনকে নিশানা করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।তাঁর কথায়, ঘটনার ভিডিয়ো দেখে চিহ্নিত করে তবেই অপরাধীকে গ্রেফতার করা হোক।
শুভেন্দুর দাবি, ধৃতরা কেউ অপরাধী নন। তাঁরা আবাস যোজনার ঘর পাননি, শৌচাগার হয়নি। সরকারি ভাতাও পাননি। সেই অভিযোগ জানাতে গিয়েছিলেন। এমনকি তাঁদের ঘরে ফেরানোর দায়িত্বও এদিন নিজের কাঁধে তুলে নেন বিরোধী দলনেতা।