শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনা ঘটেছে দিনহাটায়, এমনটাই অভিযোগ বিজেপির। এবার সেই ঘটনা নিয়ে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে একটি ই-মেলের মাধ্যমে ওই চিঠি পাঠিয়ে বাংলায় ৩৫৬ ধারা জারি করার আর্জি জানিয়েছেন শুভেন্দু।
তিনি বলেন, ‘‘আজ (রবিবার) সকালেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মেল করে জানিয়েছি, আপনি কেন্দ্রীয় বাহিনী পাঠান। কারণ শনিবার সন্ধ্যা থেকে ওখানে অনেক বাড়ি পুড়িয়েছে, লুট করেছে।’’
উল্লেখ্য, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। দুই দলই একে অপরের বিরুদ্ধে বোমাবাজি, গুলি চালানো, তির ছোড়ার অভিযোগ করেছে।
এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের অভিযোগ, বাংলায় এখন গুন্ডারাজ চলছে। বাংলার মানুষ দেখুক, রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীরাও নিরাপদ নন। নিশীথের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। জেলা তৃণমূলের দাবি, সবটাই নিশীথের নাটক।
দিন কয়েক আগেও নিশীথের কনভয়ের উপর হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অবশ্য গ্রেফতার করা হয়েছিল বিজেপি কর্মীদের।