বলিউডে (Bollywood) ফের বৈষম্যের শিকার বাঙালি ! সম্প্রতি,স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) একটি টুইট নিয়ে সরগরম টলিউড । আসন্ন ‘কালা’ (QALA) ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা। ওই ছবি দিয়েই ডেবিউ হচ্ছে ইরফান খানের ছেলে বাবিল । থাকছেন ‘বুলবুল’ ছবি খ্যাত তৃপ্তি দামরিও। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) সেই কথাই টুইটে শেয়ার করেছিলেন। তবে পার্থক্য একটাই । বাবিল আর তৃপ্তির পাশে স্বস্তিকার নামটা ছিল না ।
এরপরেই এই নিয়ে সরব হন স্বস্তিকা মুখোপাধ্যায় । তরণ আদর্শের টুইট রিটুইট করে স্বস্তিকা লেখেন, “স্যার,আমার নাম স্বস্তিকা মুখোপাধ্যায় । 'কালা'-তে আমিও আছি ।হ্যাঁ আমি মুম্বইয়ের বাসিন্দা নই। কিন্তু ২২ বছর ধরে কাজ করে চলেছি। খুব ভাল হয় যদি ওই সব বড় বড় নামের সঙ্গে আপনি আমার মতো নগণ্যের নামটাও উল্লেখ করেন।” তরণ স্বস্তিকাকে ট্যাগ করে আবার একটি টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন, “বিষয়টি আমার নজরে নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।” চাঁচাছোলা ভাষায় পাল্টা তাঁর জবাবও দিয়েছেন স্বস্তিকা । তিনি বলেন, “স্যার আমি তো আর জিরো সাইজের নই ।আর তা ছাড়া নেটফ্লিক্স তো আপনাদের শিল্পীদের তালিকা পাঠিয়েছে। আসলে বাংলা থেকে তো তাই আপনারা দেখতে পান না। ঠিক আছে, কোনও ব্যাপার না। আপনি ভুলে যাবেন আর আমি মনে করাতে থাকব ।"
কিছু দিন আগেই কলকাতায় জাঁকজমক করে হয়েছিল অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। হাজির ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির নামীদামীরা। ছবির পরিচালক অনুরাগ কাশ্যপও ছিলেন সেখানে ।
কিন্তু দেখা মেলেনি ছবির অন্যতম প্রধান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের ।এমন স্ক্রিনিং যে হচ্ছে তা তিনি জানেনই না বলে জানিয়েছিলেন শাশ্বত ।