টালা ব্রিজের উদ্বোধনের (Tala Bridge Inaugration) দিন ঘোষণা হয়ে গেল । দীর্ঘ অপেক্ষার পর চলতি সপ্তাহেই চালু হয়ে যাচ্ছে টালা ব্রিজ (Tala Bridge) । বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টের সময় নতুন ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। পুজোর আগে ব্রিজ খুলে দেওয়ায় যানজটের ভোগান্তি অনেকটাই কমবে ।
খড়গপুর আইআইটি থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর উদ্বোধন হচ্ছে টালা ব্রিজের । জানা গিয়েছে, উদ্বোধনের পর কিছুদিন শুধু ছোট গাড়ি চলবে । দিন দশেক পর থেকে বড় গাড়ি যাতায়াত করবে বলে জানা গিয়েছে । প্রশাসন সূত্রে খবর, ৪ লেনের নতুন সেতুটি ৮০০ মিটার লম্বা । ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা । নতুন সেতুর দু’দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে রেলের জমিতে থাকা ৩৮টি আবাসন ভাঙতে হয়েছে।
আরও পড়ুন, SFI-DYFI Insaaf Sabha: পুলিশি অনুমতিকে থোড়াই কেয়ার, ভিক্টোরিয়া হাউজের সামনেই শুরু 'ইনসাফ সভা'
প্রায় দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে টালা ব্রিজ । ২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয় । ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় । পুরনো ব্রিজ ভেঙে ফেলে ২০২০ সালে নতুন করে তৈরি শুরু হয় টালা ব্রিজ । প্রায় দুই বছর অপেক্ষার পর অবশেষে খুলে যাচ্ছে টালা ব্রিজ ।