যেখানে অভিষেক, সেখানেই শুভেন্দু। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-বিজেপির মধ্যে এই ছায়া-যুদ্ধ শুরু হয়ে গেল। শনিবার রানাঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ ডিসেম্বর ওই জায়গাতেই সভা করতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লক্ষ্য একটাই, মতুয়া ভোট টানার।
২০১৯ সালের লোকসভা ভোটের পর নদিয়ার এই অংশে শক্তি বৃদ্ধি হয়েছে বিজেপির। যা অব্যাহত ছিল বাংলার বিধানসভা ভোটেও। গত নভেম্বরে এই জেলা থেকেই পঞ্চায়েত ভোটের কার্যত প্রচার শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েত ভোটে শাসক-বিরোধী দু পক্ষের টার্গেট মতুয়া ভোট নিজেদের পালে টানার। ওয়াকিবহাল মহলের মতে, গত কয়েক মাসে অবশ্য পরিস্থিতি খানিকটা বদলেছে। বিজেপির থেকে হারানো জমি খানিকটা হলেও উদ্ধার করতে পেরেছে তৃণমূল। শান্তিপুরে উপনির্বাচন জিতেছে শাসক দল। পুরভোটেও জেলায় দাপট দেখিয়েছে তৃণমূল। এই অঙ্কের কথা মাথায় রেখেই পঞ্চায়েত ভোটের আগে রানাঘাটে অভিষেকের পাল্টা সভার সিদ্ধান্ত শুভেন্দুর।
তবে রানাঘাটে যে জায়গায় অভিষেকের সভা, সেখানে হয়তো সভা করতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা। তাই ইতিমধ্যে বিকল্প জায়গার খোঁজ শুরু করে দিয়েছেন বিজেপি নেতারা। কারণ, বিজেপিও চায় না সুযোগ নষ্ঠ করতে। আর তাই এখন থেকে মতুয়া ভোট তাদেরল পালে ফেরাতে ব্যস্ত গেরুয়া কর্তারা।