“লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের গর্বের প্রতিষ্ঠান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্য। তিনি গ্রেফতার হলেন। এ আমাদের লজ্জা।” সোমবার সুবীরেশ কাণ্ডে এভাবেই প্রতিক্রিয়া দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার তাপস চট্টোপাধ্যায়। উল্লেখ্য, বাগ কমিশনের রিপোর্টে অভিযুক্ত হিসেবে নাম ছিল সুবীরেশ ভট্টাচার্যের।
শুধু তাপস নন, বাংলার শিক্ষাক্ষেত্রের একাধিক মুখ এই ঘটনায় প্রতিবাদ জানান। ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমর বিশ্বাস বলেন, “যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। কিন্তু সেটা অনেক দেরিতে হয়েছে। বড্ড বেশি দেরিতে হয়েছে। কারণ এরা তরুণ, শিশু ও যুব সমাজের মেরুদন্ড সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।" প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার জানান, ‘সুবীরেশকে অনেক দিন ধরে চিনি। আমার মন খারাপ হওয়ার মতো ঘটনা।’
প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, “নতুন করে কিছু বলার নেই। এই সরকার এবং রাজ্যের শাসক দলের নেতারা চোর ডাকাতের দল। তারই নমুনা আমরা গোটা রাজ্যে দেখছি। এরই অঙ্গ সুবীরেশ ভট্টাচার্য। তাঁকে আজ গ্রেফতার করা হল। অপেক্ষায় আছি। এবার মাথারাও গ্রেফতার হোক।”