মঙ্গলবার ভোররাতে নিউটাউনের গৌরাঙ্গনগরে ঢালাই ব্রিজের কাছে বিধ্বংসী আগুন লাগে। নিমেষে আগুন ছড়িয়ে পুড়ে ছাই হয়ে যায় বাগজোলা খালের ধারের অস্থায়ী দোকানগুলি। প্রায় ২০ টি দোকান ছাই হয়ে গিয়েছে বলেই খবর। আগুন লাগে ৪ টে থেকে ৪টে ১০ এর মধ্যে।
দমকলকে খবর দিলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগে। তবে দোকানদারদের মাথায় হাত, আচমকা আগুনে বিরাট ক্ষতির মুখে তারা। পুড়ে ছাই সমস্ত মালপত্র। যদিও স্বস্তির খবর এই কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন : 'রাজনৈতিক প্রতিহিংসাকে ধিক্কার', সাকেতের গ্রেফতারিতে গর্জে উঠলেন মমতা, টুইট অভিষেকের
কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা , দোকানদারদের ঠিক কত টাকার ক্ষতি হয়েছে তার হিসেবে নেই। দমকল সূত্রে খবর, ভোররাতে আগুন লাগার কারণেই হতাহত হয়নি, নইলে বিরাট দুর্ঘটনা ঘটতে পারত।