নিজের বউকে ১৮ টুকরো। তারপর থানায় গিয়ে সেই বউয়ের নামে মিসিং ডায়েরি। এরপর কী হল ? এরপর নিজেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী। এখন তিনি বারাসত হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। এই ঘটনা উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের।
পুলিশ জানিয়েছে, প্রথমে স্ত্রীকে খুন করে খালে ভাসিয়েছিলেন বছর পঞ্চান্নর নুরউদ্দিন মণ্ডল। তারপর নিজে এসেই মধ্যমগ্রাম থানায় নিখোঁজের ডায়েরি করেছিলেন। কিন্তু তদন্তে নেমেই পুলিশ জানতে পারে, নুরউদ্দিনই তাঁর স্ত্রীকে খুন করেছে। খাল থেকে ইতিমধ্যে দেহ উদ্ধার হয়েছে।
স্থানীয়দের দাবি, ধরা পড়ে যেতে পারেন, এই আশঙ্কাতেই বিষ খেয়েছেন নুরউদ্দিন। তাঁর শরীরিক অবস্থার উপর নজর রাখছে পুলিশ। যোগাযোগ করা হয়েছে বারাসত হাসপাতালের সঙ্গেও।