মে মাসের শুরুতেও রেহাই মিলবে না তীব্র তাপপ্রবাহ থেকে। এমনটাই আশঙ্কা হাওয়া অফিসের। এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরু অবধি তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহে পুড়বে বাংলা। পারদ আরও লাফিয়ে বাড়ার সম্ভাবনা।
অতি তীব্র তাপপ্রবাহে দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। এর মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর , দুই বর্ধমান ও পুরুলিয়া। রয়েছে আজ থেকেই রাজ্যের পারদ আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। যার জেরে প্রায় রোজই ৪২ ডিগ্রির উপরেই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এরই মধ্যে আশঙ্কা পাঁশকুড়াকে নিয়ে। আগামী ৪৮ ঘন্টায় এই অঞ্চলের তাপমাত্রা ছাপিয়ে যেতে পারে পানাগড়কে।
Loksabha Election 2024: জল্পনা উড়িয়ে, তৃণমূলের প্রচারে স্বমহিমায় কৌশানি! পাশে সৌরভ, সোহম
উত্তরবঙ্গের সমতলের তিন জেলাও রক্ষা পাবে না তাপপ্রবাহ থেকে। হাওয়া অফিসের পরামর্শ, দুপুর ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত খুব দরকার না থাকলে বাড়ির বাইরে বের না হওয়ার। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।