বাম ছাত্র সংগঠন এস.এফ.আই-য়ের তরফে সম্প্রতি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে সারা রাজ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে সদস্যপদের সংখ্যা। ৮,৩৯,১৮৫ সদস্য সংগ্রহ হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে সংগৃহীত সদস্য সংখ্যা ছিল ৭,৪৪,৩০৬জন। অর্থাৎ রাজ্যে নতুন করে প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রী বেছে নিয়েছেন বাম পথ। SFI এর সভাপতি প্রতীকউর রহমান এবং সম্পাদক সৃজন ভট্টাচার্য এই মর্মে বামপথেই আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়ে সকল কর্মী সমর্থকেদের সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন।
তবে ভারতের ছাত্র ফেডারেশনের পেশ করা এই রিপোর্ট মানতে নারাজ যুব তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর বক্তব্য, এতে জল মেশানো আছে। কলেজে কলেজে যেই সংগঠনকে খুঁজে পাওয়া যায় না, তাঁদের এই সদস্যপদ হয় কী করে? এমনই প্রশ্ন তুলেছেন তিনি। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, ''দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের সদস্য বাড়ছে, ব্রিগেডে ভিড় হচ্ছে, কিন্তু সেই দলটাকে ভোট দিচ্ছে না। সিপিএমকে নিয়ে গবেষণা করা যেতে পারে।’’