দত্তপুকুরে বাজি বিস্ফোরণের ঘটনায় সাসপেন্ড করা হল নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দায়িত্বে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে হিমাদ্রি ডোগরা।
ঘটনাস্থলে গিয়ে বারাসতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনায় চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এরমধ্যে রমজান আলিকে তাঁরা খুঁজছেন। পুলিশ জানিয়েছে, এই রমজান আইএসএফের ব্লক পর্যায়ের নেতা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।
আরও পড়ুন : বিস্ফোরণস্থল খতিয়ে দেখতে দত্তপুকুরে NIA, মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর
এদিন ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার জানিয়েছেন, যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি।
একইসঙ্গে তিনি জানান, গত কয়েক মাসে বারাসতের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর বাজি উদ্ধার করেছিল পুলিশ। কিন্তু তারপরেও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন তিনি।
এদিন ঘটনাস্থলে যান এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা। তিনি জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় শফিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ দাবি করেছে, এই শফিক ঘটনায় মূল অভিযুক্ত কেরামতের সহযোগী।
সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক ভাবে স্পষ্ট বাজি থেকেই এই বিস্ফোরণ হয়েছে।