একই দিনে সরস্বতী পুজো, আর ভ্যালেন্টাইন্স ডে। এমনদিনে ফুলের বাজার কার্যত আগুন। বিদ্যেধরীর জন্য গাঁদা হোক, কিংবা প্রেয়সীর জন্য গোলাপ। হাত দিলেই খেতে হবে ছ্যাঁকা। এই দুই ফুলের দাম চড়চড়িয়ে বাড়ছে।
Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে একাধিক জেলায় বিক্ষোভ বামেদের, সঙ্গী কংগ্রেসও
নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়া, ফরাক্কা এবং বহরমপুরের ফুলের বাজার ঘুরে দেখা গেল, সেসবে হাত ছোঁয়ানো দায়৷ এর কারণ হিসেবে যদিও, ফুল ব্যবসায়ীরা দায়ী করছেন নিম্নচাপকেই। জানা গিয়েছে, ১০ টাকার গোলাপের দাম এই মুহূর্তে ১০০ টাকা ছাড়িয়েছে। গাঁদার মালার দামও প্রায় ৬০-৭০ টাকা।