এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দরজায় কড়া নাড়তে পারে সিবিআই (CBI)। সূত্রের খবর, বুধবার মধ্যরাতে বোলপুরে পৌঁছে গিয়েছে সিবিআইয়ের বড় দল। বৃহস্পতিবার সকালেই রতনকুঠি গেস্ট হাউজে তলব করা হয় এক ব্যাঙ্ক কর্মীকে।
সিবিআইয়ের ৩০-৩৫ জনের একটি দল বোলপুরে আসে। সঙ্গে আছে সিআরপিএফ জওয়ানদের ৬টি গাড়িও। রতনকুঠি ও পূর্বপল্লি গেস্ট হাউজে পৌঁছয় সিবিআই দল। বুধবার সিবিআই জানিয়ে দিয়েছিল, হাজিরা না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। অসুস্থতার কারণ দেখিয়ে বুধবারও হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আর কি সময় দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ! বোলপুরে সিবিআইয়ের বিরাট দল আসায়, প্রশ্ন উঠছে। তবে কি এবার বড় কোনও পদক্ষেপ নিতে পারে সিবিআই!
আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে ৮ আইপিএস অফিসারকে তলব ইডির
বুধবার সিবিআই তলব করলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। ১৪ দিন সময় চেয়ে নিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। ১০ বার তলব করা হলেও মাত্র একবার হাজিরা দিয়েছেন অনুব্রত। তাঁর শারীরিক অসুস্থতা ও চিকিৎসকদের রিপোর্ট নিয়ে জলঘোলা কম হয়নি। এবার সিবিআই কর্তাদের বোলপুরে যাওয়া নিয়ে নতুন করে রহস্য বাড়ছে।