ঘরের মধ্যেই এক মানুষ সমান গর্ত খুঁড়ে বসে আছেন ভাড়াটে। বাড়ির মালিককে একথা না জানিয়েই এই কীর্তি করেছেন কৃষ্ণপ্রসাদ সাউ নামের এক ব্যক্তি। ভাড়াটের এই কাণ্ড দেখে মাথায় হাত উত্তরপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিঙ্কু চক্রবর্তীর। কোনও অসৎ উদ্দেশ্যেই গর্ত খোঁড়া হয়েছে বলে দাবি মালিকের। কিন্তু ভাড়াটের বক্তব্য কোমরে ব্যথার কারণে চিকিৎসকের পরামর্শ মতোই এই কাজ করেছেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপাড়ায়। থানা থেকে এসে ঘর তালাবন্ধ করে দিয়ে গিয়েছে পুলিশ।
Arijit Singh: আইপিএলের উদ্বোধনে ধোনির পা ছুঁয়ে প্রণাম, ফের মন জিতলেন অরিজিৎ সিং
বাড়ির মালিক রিঙ্কু চক্রবর্তীর অভিযোগ কিছু দিনের জন্য বাইরে গিয়েছিলেন তিনি। তখনই বাইরের লোক এনে এই গর্ত কাটা হয়েছে। তবে ভাড়াটে জানান পিজির এক চিকিৎসক তাঁর কোমরে ব্যথার দাওয়াই হিসেবে বলেছেন গর্ত খুঁড়ে বসে থাকতে, সেই কারণেই নাকি মেঝেতে গর্ত করেছিলেন তিনি।