বিষ খেয়ে মৃত্যু একই পরিবারের তিনজনের। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি পরিবারের কাউকে। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। তাঁদের মৃত্যুর জন্য ৭ জনকে দায়ি করা হয়েছে ওই সুইসাইড নোটে (Birbhum Suicide)। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মহুলা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, পাড়ুই থানার এই মহুলা গ্রামের প্রশান্ত পাত্রের সঙ্গে বিয়ে হয়েছিল তৃপ্তি পাত্রের। তাঁদের এক পুত্র সন্তান ছিল। কিন্তু বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, প্রশান্তের মা তৃপ্তিকে ভাল নজরে দেখতেন না আর তার জেরে অশান্তি লেগেই থাকত। পুলিশের প্রাথমিক অনুমান, এই অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন প্রশান্ত পাত্র এবং তাঁর পরিবার।
বিষ খাওয়ার পরই প্রতিবেশীরা তাঁদের তিনজনকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মা ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃত্যু হয় প্রশান্তের। গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: সিবিআই দাবিতে অনড় আনিশের পরিবার, যাচ্ছে ডিভিশন বেঞ্চে
তৃপ্তির মা বাসন্তী ঘোষের অভিযোগ, "মেয়ে ফোন করেছিল। আমার শাশুড়ি খুব ঝগড়াঝাটি করছে। গালমন্দ করছে। আমার খুব শরীর খারাপ। আমি জ্বরে উঠতে পারিনি। তাও রান্না করেছে। জামাই খায়নি। আমাকে এক গ্লাস জল ও ওষুধ দিয়েছে। শাশুড়ি বলেছে, ওকে নিজে হাতে দিচ্ছিস কেন। জামাই তখন বলেছে, আমি ওকে এনেছি। আর তোমাকে তো সেবাযত্ন করে। তাহলে আমাকে তো এনে দিতে হবে। শাশুড়ি ওদের দুজনের একসঙ্গে থাকা দেখতে পারত না।"