কুলতলির(Kultoli) ডোঙ্গাজোড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া বাঘটি(Tiger) সম্পূর্ণ সুস্থ । বুধবার সকালেই ধূলিভাসানির জঙ্গলে ছেড়ে দেওয়া হল বাঘটিকে ।
এদিন, সকাল সাতটা নাগাদ খাঁচাবন্দী বাঘকে প্রথমে নদীতে ছাড়া হয় । এরপর নদী সাঁতরে জঙ্গলে ফিরে যায় বাঘটি । মঙ্গলবার এই রয়্যাল বেঙ্গল(Royal Bengal Tiger) ধরা পড়ার পর তার প্রাথমিক চিকিৎসা করা হয় । বাঘের নখ, দাঁত সব পরীক্ষার পরই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বন দফতর ।
আরও পড়ুন, Kultoli Royal Bengal: ছ'দিন পর অবশেষে ধরা পড়ল বাঘ, ঘুম পাড়ানি গুলি খেয়ে কাবু কুলতলির রয়্যাল বেঙ্গল
ছ'দিন পর মঙ্গলবার ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগার । ডোঙাজোড়ার শেখপাড়ার জঙ্গলে বাঘকে ফাঁদে ফেলার জন্য ২টি খাঁচা পাতা হয়েছিল । সোমবার রাতভর জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে বনকর্মীদের অভিযান চলে । তারপর, মঙ্গলবার সকালে পিয়ালি নদী থেকে দমকলকর্মীরা প্রথম জল স্প্রে করে বাঘকে সরানোর চেষ্টা করেন। তারপর জঙ্গলে ছোড়া হয় লঙ্কা বোমা । এতেও কোনও লাভ হয়নি । এরপর জঙ্গলে ঢুকে পরপর দুটি ঘুমপাড়ানি গুলি ছোড়ে বনকর্মীরা । তাতেই কাবু হয় বাঘটি ।