তৃণমূলের শহিদ সমাবেশের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। মূল মঞ্চ বাঁধার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নিরাপত্তার জন্য শহরের কেন্দ্রে পুলিশ কিয়স্ক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী ও সমর্থকরা আসতে শুরু করেছেন। বিধাননগর, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সহ একাধিক জায়গায় তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে এবারও ২১ জুলাইয়ের মূল মঞ্চ তিনভাগে ভাগ করা থাকবে। প্রথম ভাগে থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর দুটি ভাগে থাকবেন ঘাসফুল শিবিরের একাধিক নেতা নেত্রী এবং আমন্ত্রিত ব্যক্তিরা।
যেহেতু এবার রেকর্ড সংখ্যক লোক ভরানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে দলের তরফে সেকারণে ভিড় বিগত বছরগুলির তুলনায় আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকারণে অনুষ্ঠান শুনতে এবং দেখতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য শ্যামবাজার, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চেতলা, টালিগঞ্জ, হাজরা সহ একাধিক জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে।
এদিকে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। বিধান সরণি, মৌলালি, স্ট্রান্ড রোড সহ বিভিন্ন রাস্তা একমুখী বা পুরোপুরি বন্ধ করা হতে পারে।